নো ইনসুলিন,নো মেডিসিন। স্থায়ীভাবে ডায়াবেটিস নির্মূল।

নো ইনসুলিন,নো মেডিসিন। স্থায়ীভাবে ডায়াবেটিস নির্মূল।

ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থাযা সারা জীবন বয়ে বেড়াতে হয়। সারা বিশ্বে  রোগে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। শরীর যখন রক্তের সব চিনিকে (গ্লুকোজভাঙতে ব্যর্থ হয়তখনই ডায়াবেটিস হয়।  জটিলতার কারণে মানুষের হার্ট অ্যাটাকস্ট্রোক হতে পারে। এছাড়া ডায়াবেটিসের  কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারেনষ্ট হতে পারে কিডনিও। নতুন একটি গবেষণা বলছেওষুধ ছাড়াই  ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। 

নো ইনসুলিন,নো মেডিসিন। স্থায়ীভাবে ডায়াবেটিস নির্মূল।
নো ইনসুলিন,নো মেডিসিন। স্থায়ীভাবে ডায়াবেটিস নির্মূল।

ডায়াবেটিসের কারণ:

অধ্যাপক টেইলর ব্যাখ্যা করেছেন, ‘ত্বকের নিচে ফ্যাট নির্দিষ্ট পরিমাণের বেশি হয়ে গেলে সেটি লিভারের ভেতরে সংরক্ষিত হতে   থাকে এবং অগ্ন্যাশয়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায়। এটা অগ্ন্যাশয়কে পুরো ব্লকড বা  অচল করে দেয় এবং কার্যকর ইনসুলিন তৈরিতে জড়িত জিনগুলো বন্ধ করে দেয়।              এটাই  ডায়াবেটিসের কারণ।

·       অগ্নাশয়/পেনক্রিয়াস দুর্বল হয়ে পড়া।

·       পেনক্রিয়াস/অগ্নাশয়ের উপরে চর্বির আস্তরন পড়া।

·       পেনক্রিয়াস/অগ্নাশয়ের কোষ গুলো নিক্রিয় বা মারা যাওয়া।

·       ইনসুলিন তৈরির পরিমান কমে যায় এর ফলে ব্লাড সুগার বেড়ে যায়।

 

ডায়াবেটিসের স্থায়ী সমাধান:

গবেষক রয় টেইলর  বলেনযেখানে ব্যক্তির নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি চর্বি জমছে। এক্ষেত্রে ডায়েট  সেটা ধরে রাখার মাধ্যমে রোগীরা চর্বি কমাতে সক্ষম হচ্ছে এবং তাদের ডায়াবেটিসকে চিরতরে বিদায় জানাতে পারছে। যত দ্রুত  ফ্যাট কমানো যাবেক্ষতির আশঙ্কা ততই কমে    আসবে।

চিকিৎসা:

·       অগ্নাশয়/পেনক্রিয়াসকে সবল করা।

·       পেনক্রিয়াস/অগ্নাশয়ের কোষ গুলো সজীব ও সক্রিয় করা।

·       পেনক্রিয়াস/অগ্নাশয়ের উপরের চর্বির আস্তরন দুরীভুত করা।

প্রচলিত চিকিৎসা ব্যাবস্থা: প্রচলিত চিকিৎসা ব্যাবস্থায় অগ্নাশয়/পেনক্রিয়াসকে সবল বা সক্রিয় করার কোন ব্যাবস্থা নেই। আছে শুধু, ঔষধের মাধ্যমে ইনসুলিনের ঘাটতি পূরন করার ব্যাবস্থা। প্রচলিত ড্রাগ/মেডিসিন জীবন ভর সেবন করা লাগে। কোন স্থায়ী সমাধান নেই।

অর্গানিক চিকিৎসা: বর্তমান চিকিৎসা ব্যাবস্থাকে হার মানিয়ে ডায়াবেটিসকে নির্মুল করার জন্য আছে অর্গানিক এবং প্রকৃতিক চিকিৎসা। এতে নেই কোন ড্রাগ বা মেডিসিন। চিকিৎসাটি যেহেতু প্রকৃতিক সেহেতু এখানে আছে স্থায়ী সমাধান। বিশ্ব বিখ্যাত জেনেসিস গ্লোবল উৎপাদন করেছে ডায়াবেটিস থেকে স্থায়ী মুক্তির প্রকৃতিক চিকিৎসা। যা মেডিসিন নয়, তা হলো ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট: রির্জাভ জিউনেস। যা নিয়মিত ছয় মাস সেবনে আপনার অগ্নাশয়/পেনক্রিয়াস সবল হবে, নিষ্ক্রিয় কোষ গুলো হবে সজীব। এবং পুনরায় স্বাভাবিকভাবে ইনসুলিন নির্সরন শুরু হবে।

R E S E RV E (রিজার্ভ) JEUNESSE রিজার্ভ জিউনেস গ্লোবাল কোম্পানির আলোড়ন সৃষ্টিকারী একটি পণ্য। এটি শক্তিশালি এন্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যা শরীরের ডিএনএ এর কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং কোষকে সুরক্ষা দেয়। এটি একই সাথে সাপ্লিমেন্ট ও এ্যাডভান্স মেডিসিন হিসেবে কাজ করে। রোগ প্রতিরোধ ও রোগ নিরাময় উভয় ক্ষেত্রে ভুমিকা রাখে। রিজার্ভ ৮ প্রকার ফলের নির্যাস দিয়ে তৈরি যা শক্তিশালি এন্টিঅক্সিডেন্ট তৈরির এক দারুণ সমন্বয়। যেখানে আছে ডালিম, ব্ল বেরি, আসাই বেরি, চেরি, অ্যালোভেরা, গ্রিন টি, লাল আঙ্গুরের বিচি ও রস। এছাড়াও এখানে আছে রেজভেরাট্রল ও পলিফেনন। পলিফেন স্টেম সেল শক্তিশালী করে। প্রতিনিয়ত আমাদের শরীরের কোষগুলো মারা যাচ্ছে। রিজার্ভ এই কোষগুলো মারা যাওয়া রোধ করে এবং মুত কোষগুলোর স্থানে নতুন কোষ প্রতিস্থাপন করে। একই ভাবে ডিএনএ নষ্ট হওয়া থেকে রক্ষা করে। এইভাবে রিজার্ভ প্রায় ৬০টি রোগ নিরাময় ও রোগ প্রতিরোধে সাহায্য করে।

উপকারিতাঃ

* ডায়াবেটিক রোগীদের প্যানক্রিয়াসের বিটাসেল ডেভলপ করে রক্তে থাকা সুগার নিয়ন্ত্রণ করে এবং ক্ষত সারাতে সাহায্য করে।

* ক্যান্সারের কোষগুলো ধ্বংশ করে ক্যান্সার রোগ নিরাময়ে সাহায্য করে ও কেমোথেরাপি পরবর্তী অবস্থার উন্নতি করে।

* শরীরে এন্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বডি গার্ড হিসেবে কাজ করে।

* স্টেম সেল ডেভলপ করে ডিএনএ'র কার্যক্ষমতা বাড়ায় বা সুরক্ষা দেয় এবং রোগ নিরাময়ে সাহায্য করে।

* স্কিন ভালো রাখে, 'তুকের কুচকানা রোধ করে এবং বয়সের চাপ কমাতে ভূমিকা রাখে।

* রক্তে হিমোগ্লাবিন কমে যাওয়া রোধ করে এবং রক্তের যাবতীয় সমস্যা সমাধান করে।

* কিডনীতে ইনফেকসন, পাথর অপসরণ ও এর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রোক প্রতিরোধে কার্যকরি ভূমিকা পালন করে।

* ফ্যাট ম্যানেজমেন্টে কার্যকরি ভুমিকা রাখে বা মেদ কমাতে সাহায্য করে।

* ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও স্নায়ু সমস্যার সমাধান করে।

* শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ বা যন্ত্রণা কমাতে সাহায্য করে।

* হার্ট টনিক হিসেবে কাজ করে এবং হার্টকে সুস্থ রাখে।

* লিভার সিরোসিস নিরাময়ে সাহায্য করে।

* শরীর হতে টক্সিন বের করতে সাহায্য করে।

* শরীরে আয়রন কমে যাওয়া রোধ করে।

* ডাইজেস্টিভ সিস্টেম ডেভলপ করে।

* সোরিয়াসিস নিরাময়ে সাহায্য করে।

* যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

* এন্টি টিউমার হিসেবে কাজ করে।

* থাইরয়েড সমস্যার উন্নহি করে।

*আর্থাইটিস এর জন্য উপকারি।

* ঘুমের সমস্যার সমাধান করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা WHO কর্তৃক সাটিফাইড R E S E RV E (রিজার্ভ) JEUNESSE সম্পর্কে জানতে গুগল ইউটিউব সার্চ দিন অনেক তথ্য পাবেন।

বিস্তারিত জানতে বা এই ফুড সাপ্লিমেন্টটি কালেকশন করে সুস্থ্য থাকতে চাইলে যোগাযোগ করুন: ০১৫৩১৮৫০২৬৫

 


Comments